Image description

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক রিকশাচালক। শুক্রবার(১৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার রিকশাচালকের নাম আজিজুর রহমান। তিনি নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। 

আজিজুরের হাতে থাকা ফুলের তোড়ায় লেখা ছিল, "১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসেবে তাকে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।"

ধানমন্ডি ৩২ নম্বরে আসার সঙ্গে সঙ্গে গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরলে তিনি বলেন, "আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।"

এর কিছুক্ষণ পরেই সেখানে থাকা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। এ সময় তার রিকশাটি উল্টে ফেলে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এর আগে, সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে নারীসহ বেশ কয়েকজন হেনস্তার শিকার হন। তাদের দু-একজনকে চড়-থাপ্পড় ও মারধর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।