Image description

রাজধানীর কামরাঙ্গীরচরে রিকশাচালকের টাকা ছিনতাইয়ের প্রতিবাদ করায় রকিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটায় হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি আবু তালেব মেম্বার (৩৭) ও পলাশ খাঁ (৩৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে মাদারীপুরের কালকিনি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১লা জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। 

পুলিশ জানিয়েছে, গত ২৩ জুন মধ্যরাতে কামরাঙ্গীরচরের ৫৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় রকিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল রিকশাচালকের টাকা কেড়ে নেওয়ার ঘটনার প্রতিবাদ।

লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া আসামিসহ পলাতক আবু বক্কর, দুলাল মিয়া এবং অজ্ঞাতনামা ২/৩ জন ধারালো চাকু দিয়ে কুপিয়ে রকিকে গুরুতর জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, গত ২২ জুন বিকেলে আবু তালেব মেম্বার ও শাওন এক রিকশাওয়ালার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। রকি এ বিষয়ে মেম্বারকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরেই রকিকে হত্যা করা হয়।

হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।