Image description

উৎসবমুখর পরিবেশে স্কলাসটিকা জুনিয়ার শাখায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বরণে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ‘চিরন্তনী’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) স্কলাসটিকা স্কুলের জুনিয়র উত্তরা শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শাখাপ্রধান মিস সাজিয়া ইয়াসমিনের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন কোক ষ্টুডিও খ্যাত সংগীত শিল্পী ঋতুরাজ। 

বিশ্বকবি বীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নৃত্যে ও জীবনালেখ্য আলোচনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। সংগীত শিল্পী “ঋতুরাজ” কাজী নজরুল ইসলামের “বাগীচার ঐ বুলবুলি” গানটি গেয়ে সবার মন কেড়ে নেন।