
খিলক্ষেত বড়ুয়া এলাকার ভূমিখেকো আব্দুল হক ভূঁইয়া, জমিজমার কাগজ জালিয়াতিতে বেশ পটু। দলিল জালিয়াতি, প্রতারণা ও এক জমি অনেকের কাছে বিক্রি করায় তার জুড়ি মেলা ভার।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বদেশ প্রপার্টিজ নামক একটি আবাসন প্রকল্পের হয়ে সরকারি ভূমি-জলাশয়সহ ভুয়া দলিল বানিয়ে নিরীহ লোকজনের জায়গা জমি দখলে নেয়াই তার কাজ। অন্যের জমিজমা চোখে পড়লেই যেন জিভে পানি এসে যায় আব্দুল হকের। ভূমিখেকো আব্দুল হক জমি দখলে ব্যবহার করে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী। সে বাহিনীর প্রধান হিসেবে কাজ করছে খিলক্ষেতের কুখ্যাত সন্ত্রাসী মোবারক দেওয়ান ও খায়রুল দেওয়ান। তারা সম্পর্কে ভূমিখেকো আব্দুল হকের নিকটাত্মীয়-স্বজন।
চিহ্নিত সন্ত্রাসী শতাধিক মামলার আসামি মোবারক দেওয়ানের হাত ধরে উত্থান হয় খায়রুল দেওয়ান নামক এক ছিচকে সন্ত্রাসীর। তাদের সাথে রয়েছে চিহ্নিত চাঁদাবাজ মোজাম দেওয়ান, যার নামে রয়েছে একাধিক চাঁদাবাজি মামলা। বর্তমানে তারা আব্দুল হকের নির্দেশনায় ভূমি দখল, চাঁদাবাজিসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আব্দুল হক, মোবারক দেওয়ান ও খায়রুল গং-এর অত্যাচারে খিলক্ষেতবাসীর নাভিশ্বাস উঠে গেছে। বিভিন্ন সময় রাজনৈতিক ভোল পাল্টানো আব্দুল হক ভূঁইয়া আজকাল বিএনপি নেতা হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। বিগত সময় আব্দুল হক ছিলেন আওয়ামী এমপি গডফাদার ওয়াকিল উদ্দিনের সন্ত্রাসী বাহিনীর অন্যতম সহযোগী। সরকার পাল্টানোর সাথে সাথে রং পাল্টে বিএনপি নেতা হতে তোর-জোর শুরু করেন আব্দুল হক।
জমি জালিয়াতিতে নিজের পরিবারের সদস্যদেরও ছাড় দেয়নি আব্দুল হক। তারই পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হক তার নিজ বোনের (আব্দুল বাতেনের মা) প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করতে নিজ স্ত্রীকে বোন সাজিয়ে সাব-রেজিস্টার অফিসে নিয়ে গিয়ে স্বাক্ষর জালিয়াতি করেন। আব্দুল হক যেসব স্থানীয় নিরীহ লোকজনের জায়গা জমি জালিয়াতি করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন- এন্তাজ উদ্দিন ভূঁইয়া, সুলতান ভূঁইয়া, আজমত ভুঁইয়া, আমান ভূঁইয়া, আমিরুন বেগম, শামীম ভুঁইয়া, আনোয়ার হোসেন ভূঁইয়া, রহিমা, শাহজাহান বিউটি বেগম, আব্দুল মমিন আলতাফ হোসেনসহ আরো অনেকে।
ভুক্তভোগীরা জানায়, আব্দুল হকের কাছ থেকে নিজ অধিকার আদায়ে তারা আইনি প্রক্রিয়া শুরু করেছেন। আব্দুল হকের পিতা মমিন উদ্দিন-এর কাছ থেকে মোহাম্মদ আলতাফ হোসেন ১৯৮২ সালে জমি কিনলেও সেই বিক্রীত জমি আব্দুল হক অবৈধভাবে নিজ নামে রেকর্ডভুক্ত করেন বলে অভিযোগ করেন আলতাফ হোসেনের জামাতা মোঃ আশফাকুজ্জামান। আব্দুল হকের নৃশংসতা থেকে রেহাই পায়নি তার আপন চাচাতো ভাই আক্কেল আলী। জায়গা জমি দখল করতে আক্কেল আলীর নামে একাধিক মামলা দিয়েছে আব্দুল হক।
অন্যের জায়গা জমি দখল উৎসবে মেতেছে স্বদেশ প্রপার্টিজ এর ব্রোকার আব্দুল হক। বিএনপি নামধারী সন্ত্রাসী এম এ কাইয়ুম এর ছত্রছায়ায় আব্দুল হক, মোবারক দেওয়ান, খাইরুল দেওয়ান গং দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। এসব সন্ত্রাসী কার্যক্রমে তারা ব্যবহার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাইনবোর্ড। এতে খিলক্ষেত বরুয়াবাসি অতিষ্ঠ হয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে আসে। খিলক্ষেতবাসী আব্দুল হক ও তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারিক কার্যক্রম শুরু করার দাবি জানায়।
Comments