
রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। তিনি একটি-ই-কমার্স কোম্পানিতে ডেলিভারিম্যানের কাজ করতেন।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন তাকে।
সোমবার সন্ধ্যার দিকে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে পোস্ট অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় একজন নারী ও পুরুষ একদল ছিনতাইকারীর কবলে পড়েন।
এসময় আরমান এক ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। সেই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আরমানকে আঘাত করে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Comments