Image description

কোনো ধরনের নোটিশ ছাড়া এক ভিডিও কলেই চার শতাধিক কর্মী ছাঁটাই করেছে টেলিকমিউনিকেশন জায়ান্ট বেল। কানাডার বেসরকারি কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ইউনিফোরের দাবি, গত বুধবার (২০ মার্চ) এক ভার্চুয়াল বৈঠকে শত শত কর্মীকে বরখাস্ত করা হয়। 

ইউনিফোরের তথ্য অনুসারে, এই ১০ মিনিটের ভিডিও কল চলাকালে কর্মী এবং ইউনিয়নকে কোনো কথা বলার সুযোগ দেয়া হয়নি। কোনো ধরনের নোটিশ ছাড়াই কর্মীদের ছাঁটাইয়ের বিষয়টি বিব্রতকর বলে জানায় ইউনিয়ন। 

ইউনিফোরের কুইবেক পরিচালক ড্যানিয়েল ক্লৌটিয়ার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের ইউনিয়নের সদস্যরা, যারা বছরের পর বছর ধরে এই টেলিকম এবং মিডিয়া জায়ান্টকে সেবা দিয়ে আসছে, তাদের কিনা এভাবে ছাঁটাই করা হলো।’

বেলের কমিউনিকেশন ডিরেক্টর এলেন মারফি বলেন, ‘আমাদের কর্মীদের ওপর সম্মিলিত প্রভাব নিয়ে ইউনিফোর এবং অন্যান্য ইউনিয়নের সঙ্গে কাজ করছে কোম্পানি। আমরা পাঁচ সপ্তাহ আগে আলোচনা শুরু করি। এসব আলোচনা অত্যন্ত স্বচ্ছ ছিল এবং আমরা যৌথ আলোচনার মাধ্যমে চুক্তির অধীনে শর্ত মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি ছাঁটাইয়ের আগে এসব কর্মীদের সঙ্গে আলাদাভাবে এইচআর প্রতিনিধিরা বৈঠক করেছেন।’

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বেল ৪ হাজার ৮০০ পদে ছাঁটাইয়ের পরিকল্পনার ঘোষণা দিয়েছিল। এ সংখ্যা কোম্পানির কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ। বেলের সিইও মারকো বিবিক এই ছাঁটাইয়কে আবশ্যক বলে জানান। তবে এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণে কর্তৃপক্ষকে নানা সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে।  -তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

মানবকণ্ঠ/এআই