Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির শেষ দিন আজ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় শুরু হয়েছে এ কার্যক্রম। সকাল থেকে কেন্দ্রীয় ও হল সংসদের জন্য শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসতে শুরু করেছেন প্রার্থীরা।

চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, গেল দুই দিনের তুলনায় আজ মনোনয়নপত্র বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। তাই বৃদ্ধি করা হয়েছে জনবল। প্রথম দুই দিনে ১৬৯টি মনোনয়ন বিক্রি হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ভিপি জিএস সহ বিভিন্ন পদে ৯৭টি। আর হল সংসদে ছাত্রী হলে ৪৬টি ও ছাত্র হলে ২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। হল সংসদের পদের জন্য ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকায় মনোনয়ন সংগ্রহ করা যাচ্ছে। চাকসুতে মোট ভোটার রয়েছে ২৭ হাজার ৬৩৪ জন।

আগামী বৃহস্পতিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে আগামী রোববার প্রথামিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ শেষে চূড়ান্ত প্রার্থী তালিক প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। এদিকে গঠনতন্ত্র সংশোধন করে নতুন ৫ পদ তৈরি করা হয়েছে। যদিও মোট পদ সংখ্যায় কোনো হেরফের হয়নি। কেন্দ্রীয় সংসদে মোট পদ সংখ্যা ২৮টি। প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ।