
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, গত ১৬ বছরে স্বৈরাচার হাসিনা যে ন্যারেটিভ ও প্রপাগান্ডার মাধ্যমে টিকেছিল, আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন? মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের যে শিক্ষার্থী একজন নারীকে নিয়ে যে শব্দচয়ন করেছে, সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রক্টরের কাছে; যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়’।
‘কিন্তু আমরা দেখতে পেয়েছি, তাকে দায়মুক্তি দেওয়ার জন্য সব ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। যে অপরাধী তার বিচার না করে, যখন আমরা বিচার চাচ্ছিলাম সে বিচার না করে, তাকে দায়মুক্তি দিতে চায়। ‘শিবির নেতা’ বলে তাকে ফ্রেমিং করতে চায়। এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই? গত ১৬ বছরে হাসিনা তো এ ধরনের যে ন্যারেটিভ, এই ধরনের প্রপাগান্ডার মাধ্যমে টিকেছিল। আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন?’ বলেন এই ভিপি প্রার্থী।
প্রসঙ্গত, ডাকসুতে এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী এক প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন। তাকে ‘শিবির নেতা’ দাবি করে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
তবে শিবিরের দাবি, তিন বাম ছাত্র সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী ফাহমিদা আলমকে ‘গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেন তাদের কেউ নন। তার বিষয়ে ব্যবস্থা নিতে শিবিরও প্রক্টর বরাবর চিঠি দিয়েছে।
Comments