Image description

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২ সেপ্টেম্বর সকাল ১১টায় বরিশালের বাবুগঞ্জে অবস্থিত পবিপ্রবি’র এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।  

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের BSc. Vet. Sc. & A.H. প্রোগ্রামে কম্বাইন্ড ডিগ্রি চালুর যৌক্তিক দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর সৃষ্ট হামলা পরিকল্পিত ও ন্যাক্কারজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”

মানববন্ধনে বক্তারা দ্রুত কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।  

এ সময় চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, সুজন, ম্রীধা হাওলাদার, জাওয়াদুল ইসলাম, জামিন রুশমিলা জাহান রুপা, শাহরিয়ার ইসলাম রাফি, ২য় বর্ষের শিক্ষার্থী অর্জুন দাশ, মুজাহিদুল ইসলাম তন্ময়সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।