ববি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের হুঁশিয়ারি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের তিন দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে তারা হুঁশিয়ারি দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হবে।
ইসলামী ছাত্র শিবিরের বরিশাল শাখার সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ইউজিসি ও মন্ত্রণালয় আমাদের ১১ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি উপেক্ষা করছে। তারা কোনো যোগাযোগের চেষ্টা করেনি। আমরা রাজপথে দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরব।”
রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, “কতৃপক্ষ আমাদের আন্দোলনে কর্ণপাত করেনি। তিন মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ করতে হবে, ১৫০ একর জমি বুঝিয়ে দিতে হবে এবং পরিবহন সংস্কারের রোডম্যাপ দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।”
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শাখা সংগঠক শওকত ওসমান সাক্ষরসহ অন্যরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত এক মাস ধরে শিক্ষার্থীরা এই তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
Comments