Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে একটি নতুন নির্দেশনায়। অভিযোগ উঠেছে, রাত ১০টার পর ছাত্রী হলে ফিরলে সিট বাতিলের ‘হুমকি’ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এই নির্দেশনাকে বৈষম্যমূলক, একপাক্ষিক ও নারী বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার রাতে লেডিস ঝুপড়ি ও বিপ্লবী উদ্যান এলাকায় ছাত্রীদের হলের দিকে তাড়িয়ে দেন সহকারী প্রক্টর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রক্টরিয়াল টিম স্পষ্টভাবে জানিয়ে দেন, রাত ১০টা ১ মিনিটেও যদি কোনো ছাত্রী বাইরে থাকেন, তাহলে তার সিট বাতিল করা হবে। এই কঠোর নির্দেশনা নিয়ে সামাজিক মাধ্যমসহ ক্যাম্পাসে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

সহকারী প্রক্টর নাজমুল হোসেইন জানান, ছাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এ নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, এই নিয়ম শুধু নারীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অযৌক্তিক ও বৈষম্যমূলক।

ছাত্রী সুমাইয়া শিকদার বলেন, ‘একটা স্বাধীন দেশে শুধু মেয়েদের জন্য এমন নিয়ম নারী বিদ্বেষের প্রতিচ্ছবি। প্রশাসন স্বৈরাচারী আচরণ করছে।’ অন্য আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘অনেকে টিউশন বা কাজ শেষে হলে ফেরে, তাদের বাস্তবতা বিবেচনায় নেওয়া হচ্ছে না।’

বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. জান্নাত আরা পারভীন জানান, নিয়মিত রাত ১০টার মধ্যে হলে ফিরতে বলা হলেও, কারো প্রয়োজনে অনুমতি সাপেক্ষে বাইরে থাকাের সুযোগ আছে। এক্ষেত্রে নিয়ম অমান্যকারীদের বারবার সতর্ক করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘নির্দিষ্ট কিছু অন্ধকার জায়গায় নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের অবস্থান নিরুৎসাহিত করা হয়েছে। তবে লাইব্রেরি, শহীদ মিনার বা জিরো পয়েন্টে সমস্যা নেই।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কড়া নির্দেশনা জারি করেনি বলেও জানান তিনি। তবে শিক্ষার্থীদের দাবি, নিরাপত্তা নিশ্চিত না করে এমন একতরফা নিয়ম চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।