
ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে কলেজ চত্বর। শুক্রবার সকাল থেকে ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করেছেন। তারা অধ্যক্ষের "স্বৈরতান্ত্রিক শাসনের" বিরুদ্ধে এবং "প্রশাসনিক সিন্ডিকেট ভাঙার" দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ নিয়ামুল হক কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে কলেজ চালাচ্ছেন এবং তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী বিভিন্ন প্রশাসনিক অনিয়মে জড়িত। গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় দুই শিক্ষার্থী আহত হওয়ার পর থেকেই এই উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীদের দাবি, আহত শিক্ষার্থীদের ঘটনায় তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা ও ফি প্রদানসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাবেন।
২৫তম ব্যাচের শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, "কলেজ প্রশাসনের বিরুদ্ধে শুধু আমাদের না, আগের ব্যাচের শিক্ষার্থীরাও অভিযোগ করেছেন। কিন্তু প্রতিবার প্রশাসন চাপা দিয়ে দিয়েছে। এবার আর তা হতে দেওয়া হবে না।" তারা ঐক্যবদ্ধভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কলেজের চারপাশে সতর্ক অবস্থানে আছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও উত্তেজনা বিরাজ করছে।
Comments