
"এই শিকল তোমাদের হাতে দিয়ে গেলাম, আমার মাধ্যমে যদি কোনো অন্যায় পাও তাহলে আবার আটকায় দিয়ো"- যোগদানের পর তালাবদ্ধ বাসভবনের গেট থেকে শিকল খুলে এমন মন্তব্য করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত অন্তর্বতীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বতীকালীন উপাচার্য হিসেবে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
এর আগে সাবেক উপাচার্য শুচিতা শরমিনের বিরুদ্ধে চলা আন্দোলনের সময় প্রশাসনিক শাটডাউনের দিন উপাচার্যের বাসভবনের মূল ফটকে তালা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
যোগদানের পরেই তিনি শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এর পরপরই আন্দোলনের সময় তালাবদ্ধ বাসভবনের গেটে তালা খুলতে শিক্ষার্থীদের সাথে নিয়ে যান এবং তালা খোলার সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি।
এর আগে উপাচার্যের দপ্তরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময়ে তিনি বলেন, যেহেতু সরকার আমাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিয়োগ দিয়েছে, তাই আমি আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করব বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে যাতে বিশ্ববিদ্যালয় মান, মর্যাদা ও র্যাংকিংয়ে আরও এগিয়ে যেতে পারে। আমি চাইব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই মিলে যেন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে।
তিনি আরো বলেন, এটি যেহেতু আমার এখানে প্রথম আসা, তাই এখানকার সমস্যা কোথায় তা এখনো জানি না। আমি গাড়িতে বসে আসতে আসতে চিন্তা করছিলাম—বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো কীভাবে জানতে পারি, কার কাছ থেকে জানতে পারি। আমি চিন্তা করেছি, প্রতিটি বিভাগের সিআর এবং শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করব—প্রায় ২৫০ থেকে ৩০০ জনের মতো হতে পারে।
যদি সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করা যায়, তবে সমাধান অবশ্যই সম্ভব। আর যদি কোনো সমস্যার সাথে আর্থিক বিষয় জড়িত থাকে, তবে সময় কিছুটা বেশি লাগতে পারে। ফ্যাসিবাদের দোসরদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেহেতু ফ্যাসিবাদের দোসর আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে এই ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমার পক্ষ থেকে।
উল্লেখ্য, গত মঙ্গলবার শিক্ষার্থীদের টানা একমাসের আন্দোলনের পর ঢাবি অধ্যাপক শুচিতা শরমিনকে উপাচার্যের পদ থেকে অব্যহতি দেওয়া হয়৷ সেই সাথে একই দিনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতীকালীন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়।
Comments