
শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা আজ কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার ও সব প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছেন তাঁরা।
এদিকে, ছাত্রদলের বিরুদ্ধে বহিরাগতদের ক্যাম্পাসে অনুপ্রবেশ করানো এবং ক্লাস-পরীক্ষা বন্ধ করতে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ।
হান্নান মাসউদ তার পোস্টে বলেন, ‘ট্রাকে করে বহিরাগত এনে ভিসি স্যারের বাসভবনের সামনে অবস্থান করলেন, তারপর আবার ফ্যাকাল্টিতে গিয়ে হুমকি-ধামকি দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করতে গেলেন। তিনি আরো বলেন, ‘আর কত্ত! যাই করেন, ছাত্রলীগ হইতে যাইয়েন না।’
Comments