
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সাত বছরের শিশু আবু তালহা কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার দুটি কিডনিই ধীরে ধীরে অকেজো হয়ে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা না হলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে।
জন্মের পর থেকেই তালহার জীবন দুঃখে ভরা। বাবা-মায়ের বিচ্ছেদের পর বাবা কোনো খোঁজ নেন না, মাও পাশে নেই। দাদা ও নানার বাড়িতে আশ্রয় না মেলায় খালার কাছে থাকছে সে। গরিব খালা একাই তালহার চিকিৎসার জন্য লড়ছেন, কিন্তু ওষুধ, পরীক্ষা ও চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব। গ্রামের মানুষ সামর্থ্য অনুযায়ী সাহায্য করলেও তা যথেষ্ট নয়।
তালহার খালা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাইপো বাঁচুক, আবার মাদ্রাসায় যাক। সবাই একটু সাহায্য করলে আল্লাহ তালহাকে ফিরিয়ে দিতে পারেন।” তালহা স্বপ্ন দেখে মাদ্রাসায় ফিরে সহপাঠীদের সঙ্গে পড়াশোনা ও খেলার। কিন্তু রোগ তাকে বিছানায় আটকে রেখেছে।
সমাজের সহৃদয় মানুষের কাছে আবেদন, সামান্য সহায়তা দিয়ে তালহার নিষ্পাপ হাসি ফিরিয়ে আনুন। একটি শিশুর জীবন বাঁচাতে সবাই এগিয়ে আসুন।
Comments