সাবেক পরিবেশমন্ত্রীর পরিবারের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থাকা মোট ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই নির্দেশনা জারি করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলোর মধ্যে শাহাব উদ্দিন ছাড়াও তার স্ত্রী শিরিন আক্তার, মেয়ে তাসমিয়া শারমিন এবং ছেলে জাকির হোসেন জুমনের নামেও হিসাব রয়েছে। এসব হিসাবে মোট অর্থের পরিমাণ ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা।
দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম আবেদনপত্রে উল্লেখ করেন, শাহাব উদ্দিন ও তার ছেলে জুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলাকালে এসব ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া যায়। উক্ত অর্থের পরিমাণ অস্বাভাবিক ও সন্দেহজনক উল্লেখ করে আশঙ্কা করা হয়, যে কোনো সময় তা বিদেশে পাচার বা গোপন করা হতে পারে। এ কারণে তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি আদালত শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
Comments