বার্ডে ৭ পদে ২৩ সহস্রাধিক আবেদন! আছে প্রভাবশালীদের তদবির চাপ

কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর সহকারী পরিচালকের সাতটি পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞাপনের প্রেক্ষিতে আবেদন করেছেন ২৩ হাজার ৯১ জন চাকরিপ্রার্থী।
জানা গেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড-এর বিভিন্ন দপ্তরে সহকারী পরিচালকের সাতটি পদের জন্য সম্প্রতি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়। উক্ত পদে নিয়োগের জন্য অন্যান্য যোগ্যতার পাশাপাশি মাস্টার্স ডিগ্রির যোগ্যতা চাওয়া হয়।
সূত্র জানায়, উক্ত সাতটি পদের জন্য সমযোগ্যতার ২৩ হাজার ৯১ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। এত বিপুল সংখ্যক আবেদনকারীর ভিড়ে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে অনেকটাই হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে।
এছাড়াও রয়েছে প্রভাবশালী তদবিরকারীদের চাপ। ইতোমধ্যে একটি ফেসবুক পেজে এমন তদবিরের চাপের খবরও বেরিয়েছে। তবে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লায়, সহকারী পরিচালক পদে ৭ জনের নিয়োগ দেওয়া হবে, প্রায় ২০ হাজারেরও বেশি চাকরি প্রার্থীর মধ্য থেকে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে ৩৫০ জন বাছাই করা হবে, তারপর ভাইভা ও বিভিন্ন যাচাই বাছাইয়ের পর ৭ জন। তবে এত যাচাইয়ের পরও দাবি করা হয়েছে বিশেষ একজন ব্যক্তির পিতা ৫ জনের একটি তালিকা পাঠিয়েছেন, নির্দেশনা হলো এই ৫ জনকে চাকরি দিতেই হবে। এ বিষয়ে বার্ডের পরিচালকরা বেশ শঙ্কিত বলে জানা যায় এবং তারা পিএসসিকেও অবগত করেছে। হয়তো সকল চাপ পাশ কাটিয়ে তারা স্বাধীনভাবেই যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে সক্ষম হবেন। কিন্তু এখনো এ ধরনের প্রভাব খাটিয়ে কারা মেধার পরিবর্তে ক্ষমতার প্রভাবের চর্চা করছেন? কেন করছেন?”
জুলকারনাইন সায়ের এ স্ট্যাটাসের পর বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সূত্র মতে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে ইতোমধ্যে নিয়োগ কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সে অনুযায়ী আগামী ৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষা, ১৮ জুলাই লিখিত পরীক্ষা এবং ২৬ জুলাই ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। নিয়োগে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে ভাইভা পরীক্ষা ঢাকার সিরডাপে বার্ডের অফিসে নেওয়া হবে বলেও সূত্র জানিয়েছে।
Comments