Image description

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৩ শিশু সহ ১২ জন ব্যক্তিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ রোববার ভোরবেলায় আনন্দবাস সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডি (বিজিবি)।

আটককৃতরা হলো, জাহাঙ্গীর আলম (৪২), শাহাজাদী খাতুন (৩০), লাভলী খাতুন (৪২), মিরাজ আলী (১৫), হাসেন আলী (১৮), জান্নাতি খাতুন (২০), হাসিনা খাতুন (১০দিন), বাবলু হোসেন (২৪), জেসমিন খাতুন (২০), জাহিদ হোসেন (৩), জাকির আলী (১), ইয়াসিন হোসেন (২৫)।

স্থানীয় ও বিজিবি সুত্রে জানা গেছে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিলো।  সাজা ভোগ শেষে তাদেরকে একত্রিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আনন্দবাস সীমান্ত দিয়ে পার করে দেয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ১২ জনের একটি দলকে বিএসএফ সীমান্ত পার করে এদিকে ঠেলে দিয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদেরকে বিজিবি আটক করে থানায় সোপার্দ করেছে।