Image description

একটি চেক প্রতারণার মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আওলাদ হোসেনকে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (২৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম।

থানার ওসি জানান, ২০১৪ সালে ঢাকার উত্তরা পূর্ব থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০১৯ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত-৭ তাকে চার মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৭৯ হাজার ১৮২ টাকা জরিমানা করেন।সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ পাঁচ বছর পলাতক ছিলেন।

তিনি জানায়, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আদালতের রায় কার্যকর প্রক্রিয়া শুরু হয়েছে।