Image description

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকা‌লে স্বেচ্ছা‌সেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল‌ হত্যার অভিযো‌গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছে পুলিশ। বুধবার (১৪ মে) রাতে উপজেলার ধলাহাস গ্রামের নিজ বাড়ি থেকে তা‌দের গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। 

গ্রেপ্তারকৃতরা হ‌লো উপজেলার ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের মো. শাহজালালের ছেলে মো. জোবায়ের হোসেন (১৯) ও একই গ্রা‌মের মো. ফারুক মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২০)। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগা‌রে পাঠানো হয়।

আটক জোবায়ের ছাত্রলীগ গুনাইঘর উত্তর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এবং ফয়সাল সহ-সভাপতি।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, গত বছরের ৪ আগস্ট দে‌বিদ্বার উপ‌জেলা সদ‌রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী‌রা হামলা চালা‌লে স্বেচ্ছা‌সেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল গু‌লি‌বিদ্ধ হ‌য়ে মারা যান। ওই ঘটনার ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃত জোবায়ের ও ফয়সাল গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যাকাণ্ডের সা‌থে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ওই দিনের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের শনাক্ত ক‌রে গ্রেপ্তার পূর্বক আদাল‌তের মাধ্যমে কারাগা‌রে পাঠা‌নো হয়।