Image description

ভোলা পলিটেকনিক কলেজের জনৈক ছাত্রীর সাথে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রক্তিম শর্মার অনৈতিক কর্মকান্ডের বিচারের দাবিতে নিজ বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। 

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি খালেদা খানমের সভাপতিত্বে জরুরী মিটিংয়ে সহকারী শিক্ষক রক্তিম শর্মাকে সাময়িক বহি:স্কার এবং ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।
               
উল্লেখ্য, ভোলা পলিটেনিক কলেজের জনৈক ছাত্রীর সাথে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রক্তিম শর্মার অনৈতিক কর্মকান্ডের অভিযোগে উত্তেজিত শিক্ষার্থীরা আটক করে বুধবার দুপুরে জুতার মালা পুড়িয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। বৃহস্পতিবার সকালে এ শিক্ষকের কঠিন বিচারের দাবীতে ওই বিদ্যালয়ের ছাত্রীরা রাস্তায় বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়।

এব্যাপারে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস জানান, সহকারী শিক্ষক রক্তিম শর্মার বিরুদ্ধে জনৈক ছাত্রী’র সাথে অনৈতিক কর্মকান্ডে পুলিশের হাতে আটক হওয়ায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খালেদা খানম এর সভাপতিত্বে জরুরি সভায় তাকে সাময়িক বহি:স্কার করার সিদ্ধান্ত নেয়া হয় এবং এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি গঠন করা হয়। তাদের প্রতিবেদন হাতে পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে ম্যানেজিং কমিটি।