Image description

নড়াইলের লোহাগড়ায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক ছাত্রদলের কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাওলডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমান নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে । 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সালমান বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত বন্ধুদের সাথে পার্শ্ববর্তী রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে একটি পিকনিকে অংশ নেন। পিকনিক শেষে বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পর তিনি পুনরায় বের হন এবং এরপর আর বাড়ি ফেরেননি।

শুক্রবার সকালে স্থানীয় কৃষকরা কাওলডাঙ্গা বিলের পাশে একটি ইট ভাটার কাছে সালমানের মৃতদেহ দেখতে পান। খবর জানাজানি হলে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সালমানের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

নিহতের ভাই রিহান খন্দকার অভিযোগ করে বলেন, তার ভাই সালমান লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সাথে চলাফেরা করতেন এবং ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সম্প্রতি লোহাগড়া থানায় একটি নাশকতা মামলা হয়েছে, যেখানে এলাকার কয়েকজন আওয়ামী লীগ কর্মী আসামি হয়েছেন। তারা সালমানকে ওই মামলার জন্য দায়ী করে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তারাই তার ভাইকে হত্যা করেছে।

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিহত সালমান তাদের দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত সালমান ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।