Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধ্বংস করার জন্য অপপ্রচার ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

'তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। বইটি সম্পাদনা করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। 

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ‘তারেক রহমান জাতির ভবিষ্যৎ। তিনি তার মা খালেদা জিয়ার যতোই আপোষহীন। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করার জন্য চক্রান্ত চলছে।’

মির্জা ফখরুলের অভিযোগ, ‘বিএনপিকে নিয়ে এখন নানা অপপ্রচার চালানো হচ্ছে। এভাবে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।