
ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (বিটিএসবি) বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে উদযাপন করেছে অ্যাফেরেসিস সচেতনতা দিবস ২০২৫। এই দিবস জীবনরক্ষায় অ্যাফেরেসিস চিকিৎসার গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে।
অ্যাফেরেসিস একটি বিশেষায়িত রক্ত প্রক্রিয়া, যার মাধ্যমে প্লাটলেট, প্লাজমা বা রেড সেল আলাদা করে সংগ্রহ করা হয়। এটি ক্যান্সার রোগীদের কেমোথেরাপির সময় প্লাটলেট সরবরাহ, সিকেল সেল রোগীদের জন্য রেড সেল এক্সচেঞ্জ এবং অটোইমিউন রোগীদের জন্য থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জের মাধ্যমে জীবন বাঁচায়। এই প্রক্রিয়া বিজ্ঞান, মানবতা ও উদারতার এক অনন্য সমন্বয়।
এই দিনটি তিন শ্রেণির নায়কদের সম্মান জানায়: নিঃস্বার্থ রক্তদাতা, দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং সাহসী রোগীরা, যাদের প্রচেষ্টা সমাজকে অনুপ্রাণিত করে।
বিটিএসবি এই উপলক্ষে অ্যাফেরেসিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সেবার পরিসর সম্প্রসারণ এবং উৎকর্ষ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটি সকলকে একসঙ্গে কাজ করে একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
Comments