Image description

রাজধানীর ‘গরীবের বুফে’ নামে পরিচিত ভাতের দোকানের মালিক মিজান এবার চাঁদাবাজদের হুমকিতে পড়েছেন। সম্প্রতি তার হোটেলে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে। মিজান জানান, এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সন্ধ্যার আগেই দোকান বন্ধ করে বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছেন।

মিজানের হোটেলে খেতে আসা এক প্রত্যক্ষদর্শী জানান, চাঁদাবাজরা এসে ৫০ হাজার টাকা দাবি করে এবং চাঁদা না দিলে দোকান করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এই নিয়ে কথা বলতে গেলে এক পর্যায়ে চাঁদাবাজরা তার সঙ্গেও মারামারি শুরু করে। পরে উপস্থিত অন্য ব্যক্তিরা এসে তাকে রক্ষা করেন। মিজান বলেন, তিনি ভয়ে আছেন যে যেকোনো সময় তার ওপর হামলা হতে পারে এবং তিনি কখন মারা যাবেন তা কেউ জানতেও পারবে না।

এদিকে, ভাইরাল হওয়ার পর থেকেই মিজানের দোকানের খাবারের মান নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, এখন গরুর মাংসে যথেষ্ট লবণ বা মসলা থাকে না এবং ভাতও ঠিকমতো সিদ্ধ হয় না। ফলস্বরূপ, অনেকেই না খেয়ে ফিরে যাচ্ছেন।

কিছু ক্রেতা মনে করছেন, মিজান যে চাপের মধ্যে রয়েছেন, তাতে তার পক্ষে মানসম্পন্ন খাবার রান্না করা কঠিন হয়ে পড়েছে। তারা মিজানের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাতে তিনি নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন।