Image description

শীর্ষ মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ প্রথমবারের মতো হাজির হয়েছেন পডকাস্টে। মাছরাঙা টেলিভিশনের শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর সপ্তম পর্বে অতিথি ছিলেন তিনি।

এই বিশেষ পর্বে মৌ জানিয়েছেন এমন অনেক অজানা কথা, যা আগে কখনো প্রকাশ করেননি। দেশের শীর্ষ নারী মডেল হিসেবে ৩৬ বছরের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘আমার পরেও অনেকে অসাধারণ কাজ করেছে। তবে পরের প্রজন্মের অনেকেই আজও আমার নাম স্মরণ করে, এজন্য আমি কৃতজ্ঞ।’

মডেলিং ও নাচের পাশাপাশি অভিনয়েও তার পদচারণা আছে। তবে অভিনেত্রী হিসেবে এতটা সুখ্যাতি পাননি। এ প্রসঙ্গে মৌ বলেন, ‘শুরুতে আমি অভিনয় করতে চাইনি। আগ্রহও পাইনি। প্রথম নাটক প্রচারের পর বন্ধুরাই বলেছিল, এই কণ্ঠস্বর নিয়ে আর অভিনয় না করতে। স্বীকার করি, মডেলিং আর নাচে যত সময় দিয়েছি, অভিনয়ে ততটা দেইনি।’

পডকাস্টে তিনি ৯০-এর দশকের মডেলিং সার্কেলের স্মৃতিও ভাগ করেছেন। নোবেলের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘নোবেল আমার বন্ধু। সবসময় আমাকে প্রোটেক্ট করেছে। শুরু থেকেই আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল, তাই হয়তো জুটির রসায়ণ পর্দায় সুন্দরভাবে ফুটে ওঠে।’

এছাড়া তিনি জানিয়েছেন, বিজ্ঞাপনচিত্রের কাজে মুম্বাইয়ে ঘোড়ার গাড়িতে ঘুরেছেন শমী কায়সার, বিপাশা হায়াত ও আফসানা মিমির সঙ্গে। তখন সবাই ছিলেন সে সময়ের ‘সুপারস্টার’, আর তিনি নিজেকে তখনো নতুন মুখ হিসেবে দেখতেন।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।