Image description

অভিনেত্রী রাজ রিপা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সিনেমা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। মুক্তিপ্রাপ্ত 'ময়না' সিনেমার পর তার অভিনীত 'মুক্তি' সিনেমাটি দীর্ঘ আট বছর ধরে আটকে থাকায় তিনি হতাশ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, তার জায়গায় অন্য কেউ থাকলে আত্মহত্যার কথা ভাবতেন।

রাজ রিপার এই পোস্টটি চলচ্চিত্রাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা তাকে সাহস ও পরামর্শ দিয়ে একটি পোস্ট করেছেন। বর্ষা লিখেছেন, “স্বপ্ন মাটি চাপা দিবা দাও, কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিওনা- যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন।”

বর্ষা আরও বলেন যে, যাদের মন নরম তাদের জন্য এই 'রঙিন' জীবন নয়, বরং যাদের 'চামড়া শক্ত' তারাই এই ইন্ডাস্ট্রিতে ভালো থাকবে। তিনি রাজ রিপাকে নামাজ পড়ে আল্লাহর কাছে মনের শান্তি চাওয়ার পরামর্শ দেন। বর্ষা জানান, তিনি 'মুক্তি' সিনেমার মহরতে উপস্থিত ছিলেন এবং অবাক হয়েছেন যে সিনেমাটির শুটিং এখনো শেষ হয়নি।

বর্ষা রাজ রিপাকে নতুন করে জীবন শুরু করার এবং নিজেকে নতুনভাবে সাজানোর পরামর্শ দেন। তিনি বলেন, “হেরে যাওয়া কিন্তু সমাধান নয়। বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি।”