Image description

কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী  টরেন্টোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী ও গাড়িচালক। 
 
দেশটির স্থানীয় সময় সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।
 
টরেন্টোর পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, হতাহত চারজনই বাংলাদেশি শিক্ষার্থী। তাদের প্রত্যেকের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। তারা সবাই কানাডায় উচ্চ শিক্ষার উদ্দেশে গিয়েছিলেন। অন্টারিওর রাজধানী টরেন্টোতে তারা থাকতেন ।  
 
নিহতরা হলেন- শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। হাসপাতালে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীর নাম কুমার দে।
 
দুর্ঘটনার পরপরই টরেন্টো পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে যেয়ে  তারা দেখেন পান  গাড়িটি উল্টে আছে এবং আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায়।  
 
ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে ৫ জনকে উদ্ধার করেন। গাড়ির পেছনে থাকা ২ জন ঘটনাস্থলে মারা যান। সামনের আসনে বসা অন্য শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।