Image description

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রোববার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আবহাওয়া অনুকূল অর্থাৎ আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই মহাজাগতিক দৃশ্যটি দেখা যাবে। মোট সাত ঘণ্টা ২৭ মিনিট ধরে চলবে এই গ্রহণ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, চন্দ্রগ্রহণটি বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার রাত ৯টা ২৭ মিনিটে শুরু হবে এবং সোমবার ভোর পর্যন্ত চলবে।

পৃথিবীর যেসব স্থান থেকে এটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে, তার মধ্যে রয়েছে:

পূর্বের ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ

পশ্চিমের কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত।

এছাড়া উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে না।

চন্দ্রগ্রহণ কেন ঘটে?

চন্দ্রগ্রহণ হলো এমন একটি মহাজাগতিক ঘটনা যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় আসে এবং পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে। এর ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। তিনটি মহাজাগতিক বস্তুর কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস নাকি খণ্ডগ্রাস হবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য একটি বিরল সুযোগ, যেখানে চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।