Image description

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেলা ১১টা ২৪ মিনিটে বিমানবন্দর থেকে খালেদা জিয়া রওনা হন গুলশানে তাঁর বাসভবন ফিরোজার দিকে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান।  বিমাবন্দর গেট থেকে বাইরের সড়ক পর্যন্ত তাঁকে স্বাগত জানাতে নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হাত নেড়ে, স্লোগানে দলীয় চেয়ারপারসনকে বরণ করেছেন তাঁরা। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাচ্ছেন।

গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে কাতার আমিরের দেওয়া বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।