Image description

বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান নামের অবিচ্ছেদ্য অংশ ‘বঙ্গবন্ধু’ উপাধি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে ‘বঙ্গবন্ধু’ উপাধি যুক্ত হওয়ার বার্ষিকী।

ইতিহাস বলছে, ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলায় বেকসুর খালাস পেয়ে কারাগার থেকে মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন। 

সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ কারামুক্ত শেখ মুজিবুর রহমানের সম্মানে আয়োজিত জনসমাবেশে বাংলাদেশের জনগণের পক্ষে ‘বঙ্গবন্ধু’ উপাধি ঘোষণা করেন। 

এই সভায় বক্তব্যে শেখ মুজিব সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

১৯৬৯ সালের ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নাম দেন। 

পরে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে।


মানবকণ্ঠ/এফআই