
অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের (বিসিআরসি) কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সদস্য আর গুণী ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় নতুন কমিটির অভিষেক আয়োজন। রাজধানীর রাজধানীর অরনেট হোটেল সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে সূচনা পর্বে কোরআন তিলওয়াত শেষে জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। তারপর মঞ্চে একে একে ফুলেল শুভেচ্ছা আর ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের করণীয় বিষয়ে বক্তব্য দেন অতিথিরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নঈম জাহাঙ্গীর।
অভিষেকে নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখে পরামর্শ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সিআইডি পুলিশের সিটিসি প্রধান নিহার রঞ্জন হাওলাদার, মুক্তিযোদ্ধা জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান দুলু, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি নুর আহমেদ, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশারফ হোসেন মিলন, দিন প্রতিদিন ত্রিকার সহ-সম্পাদক এএসএম নজিবুল আকবর, সাবেক ছাত্রনেতা ও জেদ্দা মহানগর বিএনপির সভাপতি এম এ আজাদ চয়ন প্রমুখ নেতৃবৃন্দ।
বিসিআরসির অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মো. শহীদুল্লাহ প্রিন্স ও সদস্য সচিব আনারুল ইসলাম খান স্বাগত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি খন্দকার আব্দুল মান্নান বাবু, জয় শিকদার, বোরহান বাবু প্রমূখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক আলী আশরাফ আকন্দ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ টেলিভিশনে নার্গিস জুই, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকণ্ঠের ক্রাইম রিপোর্টার আল বারু মুস্তাকিম নিবিড়, কিশোর ডি কস্তা, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উত্তরীয় গ্রহণ করেন।
Comments