Image description

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় বলিভিয়ার এই মাঠের কঠিন পরিবেশে খেলতে নেমে কার্লো আনচেলত্তির দল তাদের স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি। এই জয়ে বলিভিয়া ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল অতি উচ্চতার কারণে ভুগছিল। অন্যদিকে, বলিভিয়া একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল। সপ্তম মিনিটে বলিভিয়ার লুইস হাকিন-এর জোরালো শট ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন। ৪০তম মিনিটে ব্রাজিল প্রথম কোনো শট নেয়, কিন্তু গোল করতে ব্যর্থ হয়। এরপর ম্যাচের যোগ করা সময়ে মিগুয়েল আনহেল টারসেরোস পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও বলিভিয়া ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও গোলরক্ষক বেকারের অসাধারণ সেভের কারণে তা সম্ভব হয়নি। ব্রাজিলও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু তাদের আক্রমণগুলো যথেষ্ট ধারালো ছিল না। শেষ পর্যন্ত ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

আগের ম্যাচে আর্জেন্টিনাও ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। এই হারের ফলে পয়েন্ট টেবিলে ব্রাজিল দুই থেকে পাঁচ নম্বরে নেমে গেছে।