Image description

ব্রিটিশ সুপারস্পোর্ট চ্যাম্পিয়নশিপে বাইক রেস চলাকালে ১১ বাইকের সংঘর্ষে ২ রাইডারের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬ জন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। যুক্তরাজ্যের ওল্টন পার্কে গতকাল সোমবার টুর্নামেন্ট চলাকালে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে মোটরস্পোর্ট ভিশন রেসিং (এমএসভিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ (সোমবার) বিকেলে রেসের শুরুতেই ১১ রাইডার একটি চেইন রি-অ্যাকশন দুর্ঘটনার মুখে পড়েন। এ ঘটনায় রেসটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং চিকিৎসক দল পাঠানো হয়েছে।’

টুর্নামেন্টের পরিচালক স্টুয়ার্ট হিগস এ দুর্ঘটনাকে ‘গুরুতর’ ও ‘বিধ্বংসী’ হিসেবে উল্লেখ করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গেল সপ্তাহান্তের তৃতীয় রেস ছিল এটি। রেস চালুর প্রথম ধাপেই একটি টার্ন নেওয়ার সময় একে একে ১১টি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ওয়েন জেনার এবং শেন রিচার্ডসন নামের দুই বাইকার গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। ওল্টন পার্কের সার্কিট অপারেশনের দায়িত্বে থাকা এমএসভিআর কর্তৃপক্ষ জানিয়েছে, জম টানস্টল নামের আরেক রাইডারের অবস্থাও গুরুতর।

মৃত দুই রাইডারের মধ্যে ব্রিটিশ রাইডার জেনার র‍্যাপিড হোন্ডার হয়ে এবং নিউজিল্যান্ডের রাইডার রিচার্ডসন অ্যাস্ট্রো-জেজেআর হিপ্পো সুজুকি টিমের হয়ে অংশ নিয়েছিলেন।

এমএসভিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ওয়েন জেনারকে প্রথমে ট্র্যাকের পাশেই প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্কিট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। মূলত মাথার আঘাতেই মারা গেছেন জেনার।’