Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দীর্ঘ প্রক্রিয়ায় এক শিক্ষকের মৃত্যু এবং কয়েকজনের অসুস্থতায় উদ্বেগ বেড়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার একজন 'সম্মানিত ম্যাডাম' মারা গেছেন, শনিবার কয়েকজন অসুস্থ হয়েছেন। তবে চিকিৎসা ব্যবস্থা করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার পৌনে ১২টায় সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মনিরুজ্জামান বলেন, “আমরা আগে থেকে মেডিকেল সেন্টার থেকে ডাক্তারের ব্যবস্থা করেছি। অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে, তারা এখন ভালো আছেন।” 

অসুস্থদের বিশ্রাম দিয়ে অন্য শিক্ষক-কর্মকর্তাদের দিয়ে গণনা চালানো হচ্ছে। শুক্রবার সকালে গণনায় যোগ দিয়ে অসুস্থ হয়ে মারা যান চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ রাত সাড়ে ৭টায় শেষ হয়, প্রায় ৬৮% ভোট পড়ে। রাত ১০টায় সিনেট ভবনে গণনা শুরু হলেও জামায়াত-সংশ্লিষ্ট কোম্পানি থেকে ওএমআর মেশিন কেনার অভিযোগে ম্যানুয়াল গণনায় পরিবর্তন হয়। ফলে প্রায় ৮ হাজার ভোটারের ২৪ হাজার ব্যালট গণনায় লেজ লাগছে। কমিশনের অনভিজ্ঞতাও বিলম্ব ঘটাচ্ছে।

শনিবার সকালে ২১টি হলের মধ্যে ১৫টির গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী। তিনি দুপুর ১-২টায় ফলাফলের আশা করলেও, প্রধান কমিশনার সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণার কথা বলেন। ৪২ ঘণ্টা অতিক্রান্ত গণনায় শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে।

১২ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাসে ২১টি হলে ভোট হয়েছে। ১৭৮ প্রার্থীর মধ্যে ৮টি প্যানেল অংশ নেয়, তবে ছাত্রদলসহ কয়েকটি বর্জন করে। বামপন্থী ও শিবির প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা তীব্র। ফলাফলের অপেক্ষায় ক্যাম্পাসে উত্তেজনা।2 / 22.1sHow can Grok help?