Image description

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার গাজায় ইসরায়েলের বোমা হামলায় নিষ্পাপ শিশুদের দুর্ভোগকে 'সম্পূর্ণ অসহনীয়' বলে অভিহিত করেছেন। মঙ্গলবার (২০ মে) হাউস অফ কমন্সে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের 'পুনঃস্থাপন চুক্তি' নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

ইসরায়েলি সরকারের গাজায় সীমিত ত্রাণ প্রবেশের ঘোষণার প্রেক্ষিতে স্টারমার বলেন, এটি 'সম্পূর্ণরূপে অপর্যাপ্ত'। তিনি গাজায় মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, "আমি আজ বলতে চাই, ইসরায়েলের এই উত্তেজনা দেখে আমরা আতঙ্কিত। আমরা গাজার জনগণকে কোনোভাবেই অনাহারে থাকতে দিতে পারি না।"

গাজায় সাম্প্রতিক নৃশংসতার কারণে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি পার্লামেন্টে বলেন, "আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি। ২০৩০ সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সহযোগিতার বিষয়টি আমরা পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এই পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে।"

আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল তাদের অভিযান অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৫৩,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।