Image description

একজন ইসরাইলি সাইবার নিরাপত্তা গবেষক দাবি করেছেন, ২০ কোটির বেশি টুইটার ব্যবহারকারীর ই-মেইলের ঠিকানা হ্যাকাররা চুরি করেছে। বুধবার তিনি দাবি করেন, ইতিমধ্যে একটি অনলাইন হ্যাকিং ফোরামে ঠিকানাগুলো পোস্ট করা হয়েছে। এ ব্যাপারে টুইটার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

গত ২৪ ডিসেম্বর ইসরাইলের সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী কোম্পানি হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। গ্যাল লিংকডইনে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে প্রচুর হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে। টুইটারে এ হ্যাকিংয়ের ঘটনাকে তার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করেছেন।