মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ওয়ালটন প্লাজার দোয়া মাহফিল

সাভারের ওয়ালটনের উদ্যোগে মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সোমবার (২২ জুলাই) হেমায়েতপুরে অবস্থিত ওয়ালটন প্লাজায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হেমায়েতপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার আবদুল হাই, ডেপুটি ম্যানেজার হাসান মাহমুদ সোহাগসহ প্লাজার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Comments