চট্টগ্রামে কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮শ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার (প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকা) বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্কভিত্তিক শিপিং ও লজিস্টিকস জায়ান্ট এপি মোলার মায়ের্স্ক (এপিএম)। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই তথ্য জানান।
আশিক চৌধুরী জানান, এই প্রকল্পে প্রায় ৮০০ মিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে এবং এতে বাংলাদেশের কোনো নিজস্ব বিনিয়োগ থাকবে না। তিনি বলেন, "বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরসমূহের উন্নয়ন অপরিহার্য। সেই লক্ষ্যে বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের কাজ করতে হবে।"
বিডা চেয়ারম্যান আরও জানান, দেশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আনোয়ারাকে সম্ভাব্য স্থান হিসেবে পরিদর্শন করা হয়েছে।
আশিক চৌধুরী এই বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, "আমাদের দেশে বার্ষিক এফডিআই ৭০০ মিলিয়ন ডলারের বেশি নয়। একটিমাত্র প্রকল্প থেকে যদি ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আসে, তবে তা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিডার পক্ষ থেকে আমরা এই প্রকল্পের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-এর সঙ্গে তিনি আজ চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এপিএম টার্মিনালস, এপি মোলার মায়ের্স্ক-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, বাংলাদেশে প্রথমবারের মতো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এবং সরকার-থেকে-সরকার ভিত্তিতে বিওটি (বিল্ড-অপারেট-ট্রান্সফার) পদ্ধতিতে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।
Comments