সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি বাস্তবায়নে আশানুরূপ ফল না পাওয়াতে নতুন কর্মসূচিতে নামছেন চাকরিতে আবেদনের বয়স ৩৫ দাবিতে আন্দোলনকারীরা। আগামী ২৯ সেপ্টেম্বর ভিক্ষার থালায় সনদ নিয়ে অবস্থান ও নিজেদের প্রতীকী খাঁচায় বন্দি করার অভিনব কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এছাড়াও গতকাল ৬ অক্টোবর শিক্ষার্থী সমাগম ও প্রধানমন্ত্রীর দেখা চেয়ে গণভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।

বুধবার ( ২০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক শরিফুল হাসান শুভ।