মৌলবাদ ও জঙ্গিবাদের বিপক্ষে সোচ্চার হওয়ায় ২০১৩ সালের ৯ এপ্রিল বুয়েটের নজরুল ইসলাম হলে নিজ কক্ষে অবস্থানরত অবস্থায় আরিফ রায়হান দিপ’কে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে বুয়েটের আরেক ছাত্র ও হেফাজতে ইসলামের কর্মী মেজবাহ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ৮৪ দিন কোমায় থাকার পরে ২০১৩ সালের ২ জুলাই মৃত্যুবরণ করেন দিপ।



