Image description

চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে ইন্টার মিলানের। সিরি আ’তে শিরোপা হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্সলিগের ফাইনালে পৌঁছে গেছে দলটি। আগামী ১০ জুন ইস্তানবুলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ম্যানসিটির বিপক্ষে লড়বে তারা। তার আগেই আরেকটি ট্রফি জয়ের সুযোগ রয়েছে ইতালির ক্লাবটির।

বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে ফিওরেন্তিনার মুখোমুখি হবে ইন্টার। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত একটায়।

চলতি মৌসুমে ইতালিয়ান সুপার কাপ জিতেছে ইন্টার মিলান। ফিওরেন্তিনার বিপক্ষে জয় পেলে এটি হবে মৌসুমে তাদের দ্বিতীয় ট্রফি। অন্যদিকে গত ২২ বছরে প্রথমবারের মতো কোনো মেজর ট্রফির হাতছানি ফিওরেন্তিনার সামনে।

২০০১ সালে নিজেদের ক্লাব ইতিহাসে শেষবারের মতো কোনো মেজর ট্রফি ঘরে তুলেছিল ফিওরেন্তিনা। সেই কোপা ইতালিয়া জয়ের পর কেবল অপেক্ষা বেড়েছে ক্লাব সমর্থকদের। ২০১৪ সালে ফাইনালে উঠেও এই শিরোপা জেতা হয়নি ক্লাবটির।

ইন্টারের বিপক্ষে এখন পর্যন্ত ৬০ বার খেলেছে ফিওরেন্তিনা। যেখানে ৩১ বারই হারের সাক্ষী তারা। তবে সাম্প্রতিক সময়টা দুর্দান্ত কাটছে ভিনচেঞ্জো শিষ্যদের। চলতি মৌসুমেই ইন্টারকে সান সিরোতে হারানোর রেকর্ড আছে ফ্লোরেন্সের ক্লাবটির।

লিগে ধুঁকতে থাকা ফিওরেন্তিনার অবস্থান ১১ নম্বরে। ফাইনালে তাই পিছিয়ে থেকেই মাঠে নামবে তারা। যদিও ক্লাবটির শক্তির জায়গা হতে পারে ইন্টার মিলানের ইনজুরি জর্জরিত শিবির। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্ক্রিনিয়ার-হেনরিখ মাখতেরিয়ানকে পাচ্ছে না তারা।

মানবকণ্ঠ/এসআরএস