Image description

আগামী কাল থেকে ওমানের মাঠে গড়াবে বয়সভিত্তিক জুনিয়র এশিয়া কাপ। আগামীকাল (২৩ মে) মঙ্গলবার থেকে ওমানের সালালাহে শুরু হচ্ছে এবারে আসর। দশ জাতির এই আসরে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। এ গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের অন্য প্রতিপক্ষরা হল মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান। অন্যদিকে 'এ' গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।

আজ (২২ মে) সোমবার অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে সালালাহে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হয়। এ সময় বিভিন্ন দলের ম্যানেজার, কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০ জাতির এ আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য টুর্নামেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা যে ৪টি দল সেমিফাইনালে পৌঁছুছে পারবে তারাই আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য আগামীকাল উদ্বোধনী দিনেই গ্রুপ পর্বে বাংলাদেশ ও স্বাগতিক ওমান একে অপরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। গ্রুপের অপর ম্যাচে বাংলাদেশ ২৫ মে মালয়েশিয়া, ২৬ মে উজবেকিস্তান এবং ২৮ মে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মোকাবেলা করবে।

ফিকচার

২৩ মে

জাপান : থাইল্যান্ড
পাকিস্তান : চাইনিজ তাইপে
মালয়েশিয়া : উজবেকিস্তান
বাংলাদেশ : ওমান


২৪ মে

দক্ষিণ কোরিয়া : উজবেকিস্তান
ভারত : চাইনিজ তাইপে
পাকিস্তান : থাইল্যান্ড

২৫ মে

বাংলাদেশ : মালয়েশিয়া
জাপান : ভারত
ওমান : দক্ষিণ কোরিয়া


২৬ মে

থাইল্যান্ড : চাইনিজ তাইপে
বাংলাদেশ : উজবেকিস্তান

২৭ মে

মালয়েশিয়া : দক্ষিণ কোরিয়া
চাইনিজ তাইপে : জাপান
উজবেকিস্তান : ওমান
পাকিস্তান : ভারত

২৮ মে

বাংলাদেশ : দক্ষিণ কোরিয়া
ভারত : থাইল্যান্ড

২৯ মে

জাপান : পাকিস্তান
ওমান : মালয়েশিয়া

৩১ মে

সেমিফাইনাল

১ জুন

ফাইনাল

মানবকণ্ঠ/এফআই