পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শাদাব


  • অনলাইন ডেস্ক
  • ১৩ মার্চ ২০২৩, ১৯:৫৩

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। নিয়মিত অধিনায়ক বাবর আজম ও অন্য সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। ভবিষ্যতের সিরিজগুলো বিবেচনায় নিয়ে ওয়ার্কলোড কমাতে এই সিরিজে ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে দলে রাখেনি পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে এই খবর নিশ্চিত করেছে। দলে নতুনের ছড়াছড়ি। আনক্যাপড ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, তৈয়ব তাহির ও জামান খানকে নেওয়া হয়েছে স্কোয়াডে। আবারও ডাক পেয়েছেন আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিম। বাদ পড়েছেন আসিফ আলী, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন ও খুশদীল শাহ।

পাকিস্তানের শেষ টি-টোয়েন্টি দলে থাকা ইফতিখার আহমেদ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শান মাসুদ কেবল জায়গা ধরে রেখেছেন।

শারজায় এই সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন হেড ও ব্যাটিং কোচ হয়েছেন মোহাম্মদ ইউসুফ।

পাকিস্তান স্কোয়াড: শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, শান মাসুদ, তৈয়ব তাহির, জামান খান।

রিজার্ভ খেলোয়াড়: আবরার আহমেদ, হাসিবউল্লাহ ও উসামা মীর।

মানবকণ্ঠ/আরএইচটি


poisha bazar