সিএবির বিশেষ উপহার


- অনলাইন ডেস্ক
- ০৯ নভেম্বর ২০১৯, ১২:২০
জাঁকজমক ও অনাড়ম্বরভাবে ইডেন টেস্ট আয়োজনে চেষ্টার কমতি রাখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড ও বেঙ্গল ক্রিকেট (সিএবি)। এবার শোনা গেল, বাংলাদেশ ও ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্টে আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ নকশা করা শাল উপহার দেবে সিএবি।
গোলাপি বলে কৃত্রিম আলোয় এই টেস্ট স্মরণীয় রাখতে ওই শালে গোলাপি আভা থাকবে। এ কথা জানিয়েছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া। ইডেনে ভারতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক দিবা-রাত্রির টেস্ট নিয়ে ইতোমধ্যেই নানা পরিকল্পনা বাস্তবায়নের পথে সিএবি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই কলকাতায় আসবেন ১৯ বছর আগে ২০০০ সালে সৌরভ গাঙ্গুলির ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা বাংলাদেশ দল। যাদের সংবর্ধনা দেবে সিএবি।
২২ নভেম্বর ইডেন টেস্টের প্রথম দিন খেলা শেষ হওয়ার পরে রাত ৮টা থেকে শুরু হবে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন রুনা লায়লা ও শ্রেয়া ঘোষাল।
মানবকণ্ঠ/এআইএস
