Image description

আর কয়েক ঘণ্টার মধ্যে আইফোন ১৫ প্রো মডেল বাজারে ছাড়ার ঘোষণা আসতে পারে। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত ১১টায় ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে কোম্পানির সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট লাইভ বা সরাসরি সম্প্রচার করা হবে। অ্যাপলের ওয়েবসাইটে এতথ্য আছে।

এই ইভেন্টে আইফোন ১৫ প্রো সিরিজের সঙ্গে অ্যাপল ওয়াচ ও এয়ারপডের নতুন মডেলও ছাড়া হতে পারে।

আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল টিভি ও অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেম যথাক্রমে আইওএস ১৭, আইপ্যাডওস ১৭, ম্যাকওস ১৭, টিভিওস ১৭, ওয়াচওস ১০ এবং ম্যাকওস সোনোমা কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে তথ্যও এই ইভেন্টে জানানো হতে পারে।

অ্যাপলের ওয়েবসাইট, অ্যাপল টিভি ও ইউটিউবে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

সাধারণত আইপ্যাড ও ম্যাকের জন্য আলাদা লঞ্চিং ইভেন্ট রাখে অ্যাপল। তবে এইবার নতুন এম ৩ চিপ এই ইভেন্টে দেখা যেতে পারে।

এই ইভেন্টে অ্যাপল ভিশন প্রো হেডসেটটিও সম্পর্কেও তথ্য থাকতে পারে, যার দাম ২ হাজার ৮০০ পাউন্ড।

মানবকণ্ঠ/এসআরএস