স্মার্টফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশনা


  • অনলাইন ডেস্ক
  • ১৭ জানুয়ারি ২০২৩, ১৮:৪৫

আমদানিকরা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সব মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক সমিতির সভাপতিকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিজয় এপিকে ফাইল ছাড়া কোনো ধরনের স্মার্টফোন দেশে বাজারজাত করতে দেওয়া হবে না বলে।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar