সোয়াপ নিয়ে এলো বিটিআরসি অনুমোদিত অ্যাপল পণ্য


  • অনলাইন ডেস্ক
  • ২৩ মে ২০২২, ১৫:৪৭,  আপডেট: ২৩ মে ২০২২, ১৫:৫২

দেশের প্রথম ও শীর্ষ রি-কমার্স প্লাটফর্ম সোয়াপ নিয়ে এসেছে বিটিআরসি অনুমোদিত অফিসিয়াল অ্যাপল পণ্য। সম্প্রতি, প্লাটফর্মটি অফিসিয়াল ওয়ারেন্টিসহ আইফোন, আইপ্যাড, ম্যাকবুকসহ অ্যাপল আনুষাঙ্গিক পণ্য বিক্রির অফিসিয়াল অনুমোদন পেয়েছে। এ উপলক্ষ্যে অ্যাপল পণ্যে বিশেষ অফার ঘোষণা করেছে কোম্পানিটি।

এ অফারের আওতায় অ্যাপল পণ্যে থাকছে ০% ইন্টারেস্টে ৩৬ মাসের ইএমআই সুবিধা। এছাড়া প্রতিযোগিতা মূল্যে অ্যাপল পণ্য বিক্রয়ে 'অ্যাসুউরড বাই ব্যাক', 'ইজি আপগ্রেড'সহ বিভিন্ন অফার ঘোষণা করেছে প্ল্যাটফর্মটি।

এ অফারের আওতায় অফিসিয়াল আইফোন ১৩ সিরিজ কেনার জন্য বিনিময় করার সময় পুরানো পণ্যের মূল্যের উপর ৫০% অতিরিক্ত এক্সক্লুসিভ সোয়াপ ডিল। অফার ইতোমধ্যে শুরু হয়েছে যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

সোয়াপের অনলাইন প্ল্যাটফর্ম ছাড়াও সারাদেশে ২৭টি লাইভওয়্যার শোরুমের পাশাপাশি বসুন্ধরা সিটি, ঢাকা এবং বিআরটিসি মার্কেট, নরসিংদীতে দুটি সোয়াপ শোরুমে সোয়াপের পরিষেবাগুলো পাওয়া যাবে। অ্যাপল পণ্য ছাড়াও সোয়াপে রয়েছে নানা ব্র্যান্ডের স্মার্টফোন, ল্যাপটপ, মোটরসাইকেল, গাড়ি, আসবাবপত্র এবং হোম অ্যাপ্লায়েন্সের মতো বিভাগগুলোতে ক্রয়-বিক্রয় এবং বিনিময় সুবিধা।

গ্রাহকরা সহজেই এই প্ল্যাটফর্মে তাদের ব্যবহৃত ডিভাইস বিক্রি করতে পারেন এবং ব্র্যান্ড-নতুন/প্রত্যায়িত প্রাক মালিকানাধীন ডিভাইসের জন্য বিনিময় করতে পারেন।

সোয়াপের সিইও পারভেজ হোসেন বলেন, ক্রেতাদের অফিসিয়াল পণ্যের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতা মূল্যে অ্যাপল পণ্য দিতে চাই। এজন্য আমরা অদল-বদলসহ নানা রকম অফার নিয়ে এসেছি। আশা করছি আমাদের অফারের মাধ্যমে ক্রেতা তার কাঙ্ক্ষিত ডিভাইসটি কিনে নিতে পারবেন। বিস্তারিত swap.com.bd ঠিকানায়।


poisha bazar