মুজিববর্ষে বছরব্যাপী ছাদ বাগান প্রশিক্ষণ দিবে ‘ইকোটেক’

- অনলাইন ডেস্ক
- ১৭ ডিসেম্বর ২০১৯, ১৬:১৪
দেশের জলবায়ু পরিবর্তন ও সবুজায়নের জন্য ঐক্যবদ্ধ]ভাবে কাজ করে যাচ্ছে ‘ইকোটেক’। পাশাপাশি কাজ করছে জলবায়ুর দূষণকে রোধ করে শহরকে দূষিতবায়ু মুক্ত সবুজ শহর গড়তে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইকোটেক উদ্যোগ নিয়েছে ১০ হাজারের বেশি ছাদ মালিককে ফ্রি ছাদ বাগান প্রশিক্ষণ দেওয়ার।
সোমবার (১৬ ডিসেম্বর) ইকোটেক এর প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইকোটেক অর্গানিক গার্ডেন ও ইকোটেক বিল্ডার্সের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ চাকলাদার ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
মানবকণ্ঠ/আরবি


