Skip to main content
ads

পবিত্র কাবা ঘিরে হাজিদের ভিড়

by চট্টগ্রাম ব্যুরো

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা ঘরে ভিড় করছেন হাজিরা। ধর্মীয়… সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা ঘরে ভিড় করছেন হাজিরা। ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে কাবা ঘরের চারপাশে হাঁটছেন তাঁরা। পরে আছেন সাদা কাপড়। সাদায় সাদায় প্রচ্ছন্ন যেন চারদিক। আজ রোববার (২৫ জুন) হজের মূল আনুষ্ঠানিকতার প্রথম দিন এমন সব ছবি ধরা পড়ে এএফপির ক্যামেরায়।